বচন কাকে বলে? বচনাকার কাকে বলে? বচন ও বচনকারের মধ্যে পার্থক্য কী?
What is the Proposition? What is Propositional Form? What is the difference between Proposition and Propositional Form?
বচন কাকে বলে :
বচনাকার কাকে বলে :
বচন ও বচনকারের মধ্যে পার্থক্য :
বচন ও বচনাকারের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো লক্ষ্য করা যায় :
১) একাধিক বচন নিয়ে একটি যুক্তিবাক্য গঠিত হয়। তাই বচন হল যুক্তির অঙ্গবাক্য বা অবয়ব।অন্যদিকে,
বচনের একটি অর্থপূর্ণ বিষয়বস্তু থাকে। কোন বচন থেকে এই বিষয়বস্তু তুলে নিলে বচনের যে গঠনভঙ্গি বা কাঠামোটি পড়ে থাকে তাকে বচনের আকার বলে।
২) বচনের উপাদানকে বচনের বিষয়বস্তু বলে। তাই বচনের একটি নির্দিষ্ট বক্তব্য থাকে।
কিন্তু বচনাকারের কোন নির্দিষ্ট বক্তব্য থাকে না। থাকে শুধু বিশেষ বিশেষ সম্বন্ধে আবদ্ধ অবস্থায় থাকা কয়েকটি বর্ণ প্রতীক বা সাংকেতিক চিহ্ন।
৩) বচন হল একটি পূর্ণাঙ্গ বাক্য। কারণ, এর একটি অর্থপূর্ণ বিষয়বস্তু থাকে।
অন্যদিকে, বচনাকারে থাকে কয়েকটি বর্ণ-প্রতীক বা সাংকেতিক চিহ্ন। তাই বচনের আকার হল তার গঠনভঙ্গি, পূর্ণাঙ্গ বাক্য নয়।
কয়েকটি উদাহরণের মাধ্যমে এই পার্থক্যকে স্পষ্ট করা যায়। যেমন,
বচন বচনাকার
(নিরপেক্ষ বচন ও বচনাকার)
১) A - সকল মানুষ হয় চোর। ১) সকল S হয় P ২) রাম হয় বুদ্ধিমান এবং শ্যাম হয় পরিশ্রমী। ২) p এবং q
(প্রাকল্পিক বচন ও বচনাকার)
৩) যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। ৩) যদি p তবে q(বৈকল্পিক বচন ও বচনাকার)
৪) হয় বই পড়ব না হয় টিভি দেখব। ৪) হয় p না হয় q --------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন