দ্বিতীয় অধ্যায় : বচন
Second Chapter : Proposition
১) বহুবিকল্পধর্মী প্রশ্নাবলী ও তার উত্তর :
২) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ও তার উত্তর :
৩) বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী ও তার উত্তর :
- বচন কাকে বলে? বচনাকার কাকে বলে? বচন ও বচনকারের পার্থক্য লেখো।
- বচনের শ্রেণি বিভাগ, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য
- গঠন অনুসারে বচনের শ্রেণি বিভাগ, সরল ও যৌগিক বচনের পার্থক্য
- নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায় (১৭, ২০, ২৩) ? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো উল্লেখ করো (২০)। - ২০২৩
- নিরপেক্ষ বচনের 'পদের ব্যাপ্যতা' বলতে কী বোঝো (১৭, ২০, ২৩)? নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো উল্লেখ করো (২৩)। - ২০২০
- বচন বলতে কী বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। - ২০২২
- গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণি বিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলো দেখাও। - ২০১৬
- সংযোজক কী? সংযোজকের স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করো।
- নিরপেক্ষ বচন কাকে বলে? এটি কত প্রকার ও কী কী? নিরপেক্ষ বচনের সংযোজকের ভূমিকা আলোচনা করো।
- সাপেক্ষ বচন কাকে বলে? সাপেক্ষ বচন কয় প্রকার ও কী কী? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য দেখাও।
- প্রাকল্পিক ও বৈকল্পিক বচন কাকে বলে? প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের গুণ ও পরিমাণ কীভাবে নির্ধারিত হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন