বচন কয় প্রকার ও কী কী? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও Classification-of- Proposition- Difference-between- Categorical-and-Conditional-Proposition প্রকৃতি অনুযায়ী বচনের শ্রেণি বিভাগ : বচনে দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ ঘোষণা করা হয়। এই সম্বন্ধের প্রকৃতি অনুসারে বচন দুই প্রকারের। যথা, ১) নিরপেক্ষ বচন, খ) সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন : যে বচনের উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ অন্য কোন শর্তের ওপর নির্ভর করে না, তাকে নিরপেক্ষ বচন বলে। যেমন, A - সকল শিশু হয় সরল। E - কোনো মানুষ নয় দেবতা। এই বচন দুটির প্রথমটিতে 'শিশু' সম্বন্ধে 'সরল' কথাটা স্বীকার করা হয়েছে। এবং দ্বিতীয়টিতে 'মানুষ' সম্বন্ধে 'দেবতা' কথাটিকে অস্বীকার করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যায়, এই দুই ক্ষেত্রেই (স্বীকৃতি বা অস্বীকৃতির ) কোনো পূর্ব শর্তের ওপর নির্ভর করতে হয়নি। এই কারণে, এই বচন দুটি নিরপেক্ষ বচন বলে। সাপেক্ষ বচন : যে বচনের উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ অন্য কোন শর্তের ওপর নির্ভর করে, তাকে সাপেক্ষ বচন বলে। যেমন, যদি বেশি বৃষ্টি হয় তবে বন্যা হবে। দেব একজন অভিনেতা অথবা কবি। এই বচন দুটির প্রথমটিতে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন